নিজস্ব প্রতিনিধি: নতুন কোভিড গাইডলাইন প্রকাশ করল জাতীয় নির্বাচন কমিশন। এর ফলে রাজনৈতিক কর্মসূচির উপর আগে জারি থাকা একাধিক বিধিনিষেধ শিথিল করল নির্বাচন কমিশন । খবর সংবাদ সংস্থা সূত্রে। এর আগে রাজনৈতিক দলগুলি ৫০ শতাংশ লোক  মিছিল, সমাবেশ, প্রচার করতে পারত। মঙ্গলবার থেকে তা তুলে নিল নির্বাচন কমিশন। ফলে এখন থেকে আগের মতোই রাজনৈতিক দলগুলি জমায়েত  করতে পারবে। তবে রাজ্য বিপর্যয় মোকাবিলা কর্তৃপক্ষের বিধি এবং জেলা প্রশাসনের আগাম অনুমতি নিয়ে আয়োজন করতে হবে যাবতীয় রাজনৈতিক কর্মসূচির। যদিও নির্বাচন সংক্রান্ত বাদবাকি কোভিড নিয়ম আগের মতোই বজায় থাকছে।

নতুন গাইডলাইন অনুযায়ী পদযাত্রা, মিছিল, রোড-শো,  সাইকেল র‍্যালি, বাইক র‍্যালি বা গাড়ির মিছিল- সবক্ষেত্রেই উঠে গেল ৫০ শতাংশ জমায়েতের নিয়ম। প্রচারের সময়েও বদল আনা হয়েছে নতুন গাইডলাইনে। সকাল ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত নির্বাচনী প্রচার চালাতে পারবেন রাজনৈতিক দল ও প্রার্থীরা। তবে প্রচারের সময় কোভিড সংক্রান্ত দেশে জারি যাবতীয় নিয়ম মানতে বাধ্য থাকবেন তাঁরা।

 66 total views,  2 views today