নিজস্ব প্রতিনিধি – রাজ্যে কমল দৈনিক করোনা সংক্রমণ। স্বাস্থ্য দপ্তরের তরফে প্রকাশিত কোভিড ১৯ বুলেটিন অনুযায়ী, ২৪ ঘণ্টায় রাজ্যে ৪৫১ জনের সংক্রমণ ধরা পড়েছে। শুক্রবার সেই সংখ্যা ছিল ৫৩০। সেই সঙ্গে কমেছে দৈনিক মৃতের সংখ্যাও। ২৪ ঘণ্টায় রাজ্যে করোনায় সংক্রামিত হয়ে মৃত্যু হয়েছে ৮ জনের। শুক্রবার সেই সংখ্যা ছিল ১০। সুস্থ হয়ে উঠেছেন ৫০৬ জন। এই মুহূর্তে রাজ্যে অ্যাকটিভ কেসের সংখ্যা ৭ হাজার ৫১৩টি। সুস্থতার হার ৯৮.৩২ শতাংশ। পজিটিভিটি রেট ২.১৩ শতাংশ।

 104 total views,  8 views today