নিজস্ব প্রতিনিধি – রাজে আবার করোনা পদধ্বনি। হাজারের পথে দৈনিক সংক্রমণ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রশাসন হুগলি ও উত্তর চব্বিশ পরগনার বেশ কয়েকটি এলাকাকে কনটেনমেন্ট জোন ঘোষণা করেছে। এদিকে রাত্রিকালীন বিধিনিষেধ পালনেও কড়া পদক্ষেপ নিচ্ছে পুলিশ।  এই প্রেক্ষাপটে নবান্নের নির্দেশে, কনটেনমেন্ট জোন হিসেবে চিহ্নিত করা হচ্ছে রাজ্যের বিভিন্ন এলাকাকে। চলছে প্রচার। সেই সঙ্গে রাত্রিকালীন বিধিনিষেধ পালন করতে কড়া পদক্ষেপ নিচ্ছে পুলিশও। চলছে ধরপাকড়। হুগলির ১২টি ব্লকের, ২৬টি গ্রাম পঞ্চায়েত এলাকাকে কনটেনমেন্ট জোন ঘোষণা করা হয়েছে। পাশাপাশি ৮টি পুরসভার একাধিক ওয়ার্ডকেও কনটেনমেন্ট জোন হিসেবে চিহ্নিত করা হয়েছে।

Loading