নিজস্ব প্রতিনিধি – উৎসবের পর ই রাজ্যে অনেকটাই বাড়ল দৈনিক করোনা সংক্রমণ। বেড়েছে পজিটিভিটি রেটও। মঙ্গলবার স্বাস্থ্য দপ্তরের তরফে প্রকাশিত কোভিড ১৯ বুলেটিন অনুযায়ী, ২৪ ঘণ্টায় রাজ্যে ৬৯০ জনের সংক্রমণ ধরা পড়েছে। রবিবার সেই সংখ্যা ছিল ৬২৪। তবে কমেছে দৈনিক মৃতের সংখ্যা। ২৪ ঘণ্টায় রাজ্যে করোনায় সংক্রামিত হয়ে মৃত্যু হয়েছে ১২ জনের। রবিবার সেই সংখ্যা ছিল ১৪। সুস্থ হয়ে উঠেছেন ৬৮৩ জন। এই মুহূর্তে রাজ্যে অ্যাকটিভ কেসের সংখ্যা ৭ হাজার ৪১৬টি। সুস্থতার হার ৯৮.৩৩ শতাংশ। পজিটিভিটি রেট ৩ শতাংশ।
124 total views, 6 views today