নিজস্ব প্রতিনিধি – করোনার লাগামছাড়া সংক্রমণ চিন্তা বাড়াচ্ছে সাধারণ মানুষের মনে। এর জন্য রাজনৈতিক মিটিং-মিছিলকেই দায়ী করছেন অনেকে। করোনা সংক্রমণ রুখতে এবার কড়া নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। পাশাপাশি এই নির্দেশ না মানা হলে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়েছে। রাজনৈতিক সমাবেশে কড়াভাবে করোনাবিধি মেনে চলার জন্য, রাজ্যের মুখ্য নির্বাচনি আধিকারিক ও জেলাশাসকদের একগুচ্ছ নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ জানিয়েছে, রাজনৈতিক হোক বা অরাজনৈতিক, যে কোনও জমায়েতে সবাইকে মাস্ক পরতে হবে। স্যানিটাইজার ব্যবহার করতে হবে। বজায় রাখতে হবে শারীরিক দূরত্ব। করোনা বিধি মানা হচ্ছে কিনা তা নজর রাখতে হবে, নির্বাচন কমিশনের অধীনে থাকা জেলাশাসকদের। প্রয়োজনে ভিড় নিয়ন্ত্রণ করতে পদক্ষেপ করতে হবে প্রশাসনকে।
180 total views, 2 views today