নিজস্ব  প্রতিনিধি- ভারতে করোনার ভ্যাকসিন কর্মসূচি বেগবান করার জন্য সপ্তাহের সাত দিন ২৪ ঘণ্টা হাসপাতালগুলোতে টিকা দেওয়া হবে বলে জানিয়েছেন দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন।

ভারতে গত সোমবার দ্বিতীয় ধাপ শুরু হয়েছে। এতে ৪৫ বয়সোর্ধ্বদের প্রাধান্য দেওয়া হচ্ছে। গত মঙ্গলবার ভারতীয় সরকার বেসরকারি হাসপাতালগুলো থেকেও করোনার টিকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। রাজ্য সরকারগুলোকে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যাবস্থা নিতে বলা হয়েছে। ৬০টি কেন্দ্র ঠিক করা হয়েছে, যেখান থেকে টিকা হাসপাতালগুলোতে সরবরাহ করা হবে। ভারতের প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতিসহ অনেক বড় নেতাই ইতিমধ্যে করোনার টিকা নিয়ে নিয়েছেন।

Loading