নিজস্ব প্রতিনিধি – শুক্রবার বিজয়া দশমী উপলক্ষ্যে সংগঠনের বাৎসরিক কর্মসূচিতে বক্তব্য রাখেন মোহন ভাগবত। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইসরাইলের কনসাল জেনারেল কোবি শোশানি। সেখানে ফের মুসলমানদের সংখ্যা বৃদ্ধির প্রসঙ্গ তুলে মোহন ভাগবত বলেন, আগামী দিনে এই জনবিন্যাসের তারতম্যের জেরে অনেক সমস্যা হতে পারে। তার দাবি, জনবিন্যাসে বড়সর পরিবর্তন হয়ে যাচ্ছে। জনবিন্যাসের সমতাটাই নষ্ট হয়ে যাচ্ছে। এক্ষেত্রে পপুলেশন পলিসি তৈরির দাবি ফের তুলেছেন তিনি। সুষ্ঠু পরিবার পরিকল্পনার উপরেও জোর দিয়েছে সঙ্ঘ পরিবার।
128 total views, 2 views today