নিজস্ব প্রতিনিধি – কোভিড মোকাবেলায় মার্কিন অর্থনীতি পুনরুদ্ধারের ফল পেতে শুরু করায় শ্রমবাজার ধারাবাহিকভাবে এ সফলতা পাচ্ছে। গত সপ্তাহে বেকারত্বের সুবিধার জন্য দাখিল করা মার্কিনীদের সংখ্যা অর্ধ শতাব্দীরও বেশি সময়ের মধ্যে সর্বনিম্ন স্তরে নেমে এসেছে।
যুক্তরাষ্ট্রের শ্রমবিভাগ তথ্য দিয়ে বলছে গত ৪ ডিসেম্বর বেকারভাতা চেয়ে আবেদনকারীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৮৪ হাজার। এর এক সপ্তাহ আগের সপ্তাহে এ সংখ্যা ছিল ২ লাখ ২০ হাজার।
যুক্তরাষ্ট্রে ১৯৬৯ সালের ৬ সেপ্টেম্বর বেকার ভাতা সুবিধার দাবির সংখ্যা ছিল ১ লাখ ৮২ হাজার। ক্রমাগতভাবে বেকার ভাতা গ্রণকারী মার্কিনীদের সংখ্যা গত ২৭ নভেম্বর ১.৯৯২ মিলিয়নে নেমে আসে যা এর আগের সপ্তাহের চেয়ে ৩৮ হাজার বৃদ্ধি পায়।
গত ২০ নভেম্বর বেকারভাতা নেয় ১.৯৪৭ মিলিয়ন মার্কিনী যা এর আগের সপ্তাহের চেয়ে হ্রাস পায় ৩ লাখ ৫০ হাজার ৫২৭ জনে।
22 total views, 2 views today