নিজস্ব প্রতিনিধি – রবিবার ছিল বাম কংগ্রেস আইএসএফ জোটের ব্রিগেড সমাবেশ। সমাবেশে ভিড় দেখে খুশি বাম নেতারা।সভায় প্রত্যাশিত ভাবেই আক্রমণের কেন্দ্রে ছিল বিজেপি ও তৃণমূল। যদিও ব্রিগেডের ভিড় বামেদের পাশাপাশি স্বস্তি দিয়েছে তৃণমূলকেও।কারণ বাম ভোট বামের ঝুলিতে ফিরলে লাভের কড়ি ঘরে তুলতে পারে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল।সমাবেশে উপস্থিত রয়েছেন সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি, সূর্যকান্ত মিশ্র, বিমান বসু, কংগ্রেসের অধীর চৌধুরি, ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল, কংগ্রেসের নেতা জিতিন প্রসাদ, আইএসএফের নেতা আব্বাস সিদ্দিকি। সহ বাম শরিকদলের যাবতীয় নেতৃত্ব। তারকাদের মধ্যে উপস্থিত ছিলেন বাদশা মৈত্র, সব্যসাচী চক্রবর্তী, শ্রীলেখা মিত্র, কমলেশ্বর মুখোপাধ্যায়।তবে ব্রিগেডে ছিলেননা প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য।ব্রিগেডে না থাকতে পেরে যথেষ্টই ব্যাথিত বুদ্ধদের কর্মীসমর্থকদের উদ্দেশ্যে নিজের বার্তা দিয়েছেন।

 152 total views,  2 views today