নিজস্ব প্রতিনিধি – বিধানসভা নির্বাচনে জিতে রাজ্যে তৃতীয়বারের জন্য ক্ষমতায় এসেছে তৃণমূল কংগ্রেস। এবার দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের লক্ষ্য ২০২৪-এর লোকসভা নির্বাচন। সেকারণে বিজেপি বিরোধী জোট গঠনের লক্ষ্যে দিল্লি সফরে গিয়েছেন মমতা। মঙ্গলবার তিনি কংগ্রেসের ৩ বর্ষীয়ান নেতার সঙ্গে দেখা করেন। বুধবার কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধির সঙ্গে বৈঠক করেন তৃণমূল নেত্রী। এদিন বৈঠক শেষে মমতা জানান, বিজেপির বিরুদ্ধে সকলকে একজোট হয়ে লড়াই করতে হবে। এদিনের বৈঠকে ইতিবাচক আলোচনা হয়েছে। সনিয়ার সঙ্গে পেগাসাস, বিরোধী ঐক্য ও কোভিড নিয়ে কথা হয়েছে বলে জানিয়েছেন মমতা।
164 total views, 2 views today