নিজস্ব প্রতিনিধি- রবিবার ব্রিগেড সমাবেশে যখন বক্তব্য রাখছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, ঠিক সেই সময়ই শিলিগুড়িতে জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে সরব হলেন তৃণমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এদিন শিলিগুড়িতে প্রতীকী সিলিন্ডার নিয়ে মিছিলে শামিল হন মমতা। উপস্থিত ছিলেন অভিনেত্রী-সাংসদ মিমি, নুসরত সহ দলের অন্য নেতা-কর্মীরা। মিছিলে শামিল হয়েছিলেন প্রচুর মানুষ। মিছিল শেষে হাসমিচক (ভেনাস মোড়)-এ সভা করেন তৃণমূল সুপ্রিমো। নিজের ভাষণে তিনি বিজেপির কড়া সমালোচনা করেন।

মমতা বলেন, ‘প্রতীকী সিলিন্ডার নিয়ে আমরা এদিন জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে শামিল হয়েছি। রাজ্য বিনে পয়সায় চাল দেয়। কিন্তু সেই চাল ৯০০ টাকায় গ্যাস কিনে ফোটাতে হয়।‘

বিজেপির নেতারা মাঝে মধ্যেই সোনার বাংলা গড়বেন বলে মন্তব্য করেন। সেটাকে কটাক্ষ করে মমতা বলেন, ’বাংলা কো সোনার বাংলা বানায়েগা। পরিবর্তন বাংলায় হবে না। বাংলায় তৃণমূল কংগ্রেস থাকবে। পরিবর্তন দিল্লিতে হবে। ৫টি রাজ্য বিধানসভা নির্বাচন রয়েছে। সবগুলিতে হারবেন। তামিলনাড়ু, কেরল, অসম, বাংলায় হারবেন।‘

বাংলার নারীর মর্যাদা নিয়েও মাঝে মধ্যেই তোপ দাগতে দেখা যায় বিজেপি নেতাদের। সেটাকে কটাক্ষ করে মমতা বলেন, ‘উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশে মহিলাদের নিরাপত্তা নেই। কিন্তু এই রাজ্যে মেয়েরা রাত ১০টা-১২টা তেও, দরকার হলে ভোর ৪টেতেও একা বেরোতে পারে। কিন্তু বিজেপি শাসিত রাজ্যগুলিতে মেয়েরা ঘর থেকে একা বেরোতে পারে না। উত্তরপ্রদেশে, মধ্যপ্রদেশে, বিহারে, গুজরাতে তো মেয়েরা বিকেল তিনটেতেও ঘর থেকে বেরোতে পারে না।‘ এদিন রেল, বিএসএনএল, কোল ইন্ডিয়া, এয়ার ইন্ডিয়ার বেসরকারি করণের তীব্র সমালোচনা করেন মমতা। মোদিকে কটাক্ষ করে মমতা বলেন, ’দিল্লি বেচে দিয়েছেন। শুধু এখন দেশের নাম পরিবর্তনই বাকি।‘

সভা থেকে খেলা হবে স্লোগান দেন তৃণমূল সুপ্রিমো। বলেন, ’কবে আসবে বলো, ডেট টাইম তুমি ঠিক করো, সামনে জনগণ থাকবে। নরেন্দ্র মোদি তুমি কত খেলতে পারো, আমি কত খেলতে পারি, দেখা যাবে খেলায়।’ হুঁশিয়ারির ঢংয়ে মমতা বলেন, ‘জো হামসে টকরাতে হ্যায় বো চুরচুর হোযাতা হ্যায়।’

সূএ:উত্তরবঙ্গ সংবাদ

Loading