নিজস্ব প্রতিনিধি- আবার সর্বভারতীয় শিক্ষাক্ষেত্রে  বাংলার জয়জয়কার। বৃহস্পতিবার ন্যাশনাল ইনস্টিটিউশনাল র‌্যাঙ্কিং ফ্রেমওয়ার্কের (এন আইআর এফ) তালিকায় বাংলার মোট ২৬টি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান সেরার সম্মান পেল। দেশের সেরা কলেজ, বিশ্ববিদ্যালয়, ইঞ্জিনিয়ারিং, ম্যানেজমেন্ট, আইন-সহ একাধিক বিভাগে রাজ্যের প্রতিষ্ঠানের মুকুটে জুড়েছে পালক। বিশ্ববিদ্যালয় বিভাগে চার নম্বরে কলকাতা।  আট নম্বরে জায়গা পেয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়। সর্বভারতীয় তালিকায় বাংলার শিক্ষা প্রতিষ্ঠানগুলির এই সাফল্যে খুশি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। টুইটে শুভেচ্ছাবার্তা দিয়েছেন তিনি। মুখ্যমন্ত্রী টুইট – ‘এনআইআরএফ ২০২১ র‌্যাঙ্কিং অনুযায়ী ভারতের সেরা বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে জায়গা করে নিয়েছে কলকাতা ও যাদবপুর। সে কারণে আমি অত্যন্ত খুশি। সেরা কলেজগুলির মধ্যে সেন্ট জেভিয়ার্স ও বেলুড়ের রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দির রয়েছে। সবাইকে শুভেচ্ছা।

Loading