নিজস্ব প্রতিনিধি – বঙ্গোপসাগরে নিম্নচাপের জেরে বৃহস্পতিবার থেকে বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানানো হয়েছে, আজ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতে বর্ষার বৃষ্টি শুরু হয়েছে। দু-এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী কয়েকদিন বঙ্গোপসাগরে সক্রিয় থাকবে নিম্নচাপ। এর জেরেই দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। গতকাল রাজ্যের বিভিন্ন জেলায় বজ্রাঘাতে ২৬ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। পাশাপাশি আহত হয়েছেন বেশ কয়েকজন। ঘটনার পর রাতেই টুইট করে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান প্রধানমন্ত্রী।
164 total views, 2 views today