নিজস্ব প্রতিনিধি – এবার রাজ্যগুলিকে বিনামূল্যে টিকার জোগান দেবে কেন্দ্র। একইসঙ্গে ১৮ ঊর্ধ্বদের টিকা দেওয়া হবে বিনমূল্যে। সোমবার জাতির উদ্দেশে ভাষণ দিতে গিয়ে এমনটাই ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি জানিয়েছেন, দেশে প্রস্তুত মোট টিকার ৭৫ শতাংশই কেন্দ্র কিনে নেবে, পরে তা রাজ্যকে দেবে। এক্ষেত্রে টিকার জন্য কোনও রাজ্য সরকারকে অর্থ খরচ করতে হবে না। জাতির উদ্দেশে ভাষণ দিতে গিয়ে এদিন প্রধানমন্ত্রী জানান, চলতি মাসের ২১ তারিখ থেকেই ১৮ বছরের ঊর্ধ্বে সকলকে বিনামূল্যে করোনা টিকা দেওয়া হবে। কেন্দ্র এবং রাজ্য সরকার মিলিতভাবে এবিষয়ে নতুন নির্দেশিকা চালু করবে বলেও স্পষ্ট করেন প্রধানমন্ত্রী। তিনি আরও স্পষ্ট করেন, গরিব-নিম্ন মধ্যবিত্ত বা উচ্চবিত্ত সকলেই বিনামূল্যে টিকা পাবেন। আর কেউ যদি বেসরকারি হাসপাতালে টিকা নিতে চান, তাও সম্ভব। সেক্ষেত্রে টিকার দামের উপর বেসরকারি হাসপাতালগুলি ১৫০ টাকা সার্ভিস চার্জ নিতে পারবে।

প্রধানমন্ত্রী এদিন আরও জানান, করোনার দ্বিতীয় ঢেউয়ের বিরুদ্ধে লড়তে কোনও কসুর রাখেনি কেন্দ্র। একজোট হয়ে লড়াই চলছে। তাঁর কথায়, করোনার বিরুদ্ধে টিকাই আমাদের হাতিয়ার।

সূচি: উত্তরবঙ্গ সংবাদ

Loading