নিজস্ব প্রতিনিধি – প্রয়াত হলেন উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী কল্যাণ সিং। বয়স হয়েছিল ৮৯। দীর্ঘ অসুস্থতার পর শনিবার রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। গত ৪ জুলাই থেকে গুরুতর অসুস্থ হয়ে লখনউ-এর সঞ্জয় গান্ধী পোস্ট গ্রাজুয়েট ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। দীর্ঘদিন ধরেই তাঁর চেতনা ছিল না। তাঁকে আইসিইউতে রাখা হয়েছিল। এদিন হাসপাতালেই মাল্টি অর্গান ফেলিওর হয়ে প্রয়াত হন বর্ষীয়ান এই বিজেপি নেতা। এছাড়াও তাঁর শরীরে সেপসিস হয়েছিল।
224 total views, 4 views today