নিজস্ব প্রতিনিধি- ব্রাজিলের ঐতিহাসিক মারাকানা স্টেডিয়ামের নামকরণ করা হচ্ছে কিংবদন্তি পেলের নামে। রিও ডি জেনেরোর রাজ্যসভায় ভোটাভুটি শেষে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ১৯৫০ ও ২০১৪ বিশ্বকাপের ফাইনাল মঞ্চায়িত করা মারাকানা স্টেডিয়ামের নতুন নাম হতে যাচ্ছে এডসন আরান্তেস দো নাসিমেন্তো—রেই পেলে স্টেডিয়াম। এডসন আরান্তেস দো নাসিমেন্তো হচ্ছে ৮০ বছর বয়স্ক পেলের পূর্ণ নাম। আর পর্তুগিজ ‘রেই’ শব্দের বাংলা অর্থ সম্রাট।
ব্রাজিলের হয়ে তিনবার বিশ্বকাপ জেতা পেলে এই ঐতিহাসিক স্টেডিয়ামেই তার ১০০০তম গোলটি করেছিলেন। ১৯৬৯ সালে সান্তোসের হয়ে খেলা ঐ ম্যাচটি ছিল ভাস্কো দা গামার বিপক্ষে।১৯৫০ উরুগুয়ের বিপক্ষে ব্রাজিলের সেই ঐতিহাসিক ফাইনাল মারাকানার গ্যালারিতে বসে দেখেছিলেন ২ লাখের বেশি দর্শক। যদিও এই ভেন্যুর বর্তমান ধারণক্ষমতা ৭৮,৮৩৮ জন।
146 total views, 2 views today