নিজস্ব প্রতিনিধি – ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজ্যের নবনিযুক্ত কার্যনির্বাহী ডিজিপি মনোজ মালব্যকে তলব করল। আদালতে ২১ শে সেপ্টেম্বর আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছে। ২টি ভুয়ো অর্থলগ্নি সংস্থার মামলায় তলব আদালতের। আদালত এর আগে এই সংস্থার প্রতিনিধিদের আদালতে হাজির হ ওয়ার নির্দেশ দেয়।আদালতে হাজির করাতে তৎকালীন ডিজিকে নির্দেশ দিয়েছিল আদালত। সেই নির্দেশ এখনও বাস্তবায়িত হয়নি। আজ শুনানিতে ছিলেন না কোনও সরকারি কৌঁসুলিও। তারপরই এই নির্দেশ ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির।
110 total views, 6 views today