নিজস্ব প্রতিনিধি- আজ রাজ্যের হাইভোল্টেজ কেন্দ্র নন্দীগ্রামে ভোটগ্রহণ। ভোটযুদ্ধে মুখোমুখি মমতা বন্দ্যোপাধ্যায় ও শুভেন্দু অধিকারী। বুধবার থেকে নন্দীগ্রামে নিরাপত্তা জোরদার করা হয়েছে। এলাকায় ঢোকার মুখে থাকছে নাকা চেকিং। পাশাপাশি নির্বাচন কমিশনের তরফে হেলিকপ্টারে নজরদারি চালানো হচ্ছে। প্রথম দফার মতোই দ্বিতীয় দফার ভোটে রাজ্যে নজিরবিহীন নিরাপত্তার ব্যবস্থা করেছে নির্বাচন কমিশন। দ্বিতীয় দফায় ৩০টি বিধানসভা কেন্দ্রের ১০ হাজার ৬২০টি বুথে মোতায়েন থাকবে ৬৫১ কোম্পানি আধাসেনা। শুধুমাত্র নন্দীগ্রাম বিধানসভার নিরাপত্তার দায়িত্বে থাকছে ২১ কোম্পানি আধাসেনা। অন্যদিকে, পশ্চিম মেদিনীপুরে ২১০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, বাঁকুড়ায় ১৭০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, পূর্ব মেদিনীপুরে ১৯৯ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এবং দক্ষিণ ২৪ পরগনায় থাকছে ৭২ কোম্পানি আধাসেনা। নির্বাচন কমিশন সূত্রে খবর, নির্বাচন পরবর্তী হিংসা রুখতে পুরুলিয়া, ঝাড়গ্রামে ছয় কোম্পানি করে বাহিনী থাকবে। পাশাপাশি যাতে কোনওরকম অপ্রীতিকর ঘটনা না ঘটে তাই রাতের দিকে নজরদারি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন।