নিজস্ব প্রতিনিধি – টিএমসি (তৃণমূল কংগ্রেস) মানে টেম্পল-মস্ক-গির্জা (মন্দির-মসজিদ-গির্জা)। খ্রিষ্টান অধ্যুষিত ভারতের সৈকত রাজ্য গোয়ায় গিয়ে গত শুক্রবার এমনই মন্তব্য করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা তৃণমূলের সর্বভারতীয় সভানেত্রী মমতা ব্যানার্জি। গোয়ায় দলের সংগঠন বিস্তারে গিয়েছেন তিনি। ইতিমধ্যেই বহু বিশিষ্ট ব্যক্তি তাঁর দলে শামিল হয়েছেন।

 মমতার গোয়া সফরের আগেই সেখানকার প্রাক্তন মুখ্যমন্ত্রী লুইজিনহো ফেলেইরিও সদলবলে তৃণমূলে যোগ দেন। কংগ্রেস ভেঙে বহু নেতা-কর্মী তৃণমূলের জমি তৈরি করেই রেখেছিলেন। মমতা গিয়ে সেখানে ঝড় তুলতে শুরু করেন।

গোয়ার জনপ্রিয় অভিনেত্রী নাফিসা আলি তৃণমূলে যোগ দিয়েছেন। ভারতের আন্তর্জাতিক টেনিস তারকা লিয়েন্ডার পেজও মমতার হাত থেকে তুলে নিয়েছেন তৃণমূলের পতাকা। তৃণমূলে যোগ দিয়েছেন, জনপ্রিয় সমাজসেবী মৃণালিনী দেশপ্রভুও।

Loading