নিজস্ব প্রতিনিধি- পশ্চিম বর্ধমান জেলার পাণ্ডবেশ্বরের বিধায়ক জিতেন্দ্র তেওয়ারির বিজেপিতে যোগদানের পরেই খুশি এলাকার তৃণমূল কংগ্রেসের নেতা ও কর্মীরা।

পাণ্ডবেশ্বরের তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তীর কথায়, দল থেকে একজন বেইমান ও পাপ বিদায় হয়েছে। তাই খুশিতে এলাকার মানুষ আনন্দে একে অপরকে মিষ্টি মুখ করাচ্ছেন। দল থেকে পাপ বিদায় হওয়ায় দল আরও মজবুত হল বলে মনে করেন শাসকদলের ব্লক সভাপতি।

পাণ্ডবেশ্বরের কেন্দ্রা ও রামনগর এলাকায় তৃণমূল কংগ্রেসের কর্মীরা বিধায়কের দলবদলে আবেগ ধরে রাখতে না পেরে উল্লাসে মাতল এদিন। তাদের মতে, বেইমান বিধায়ক বিজেপিতে চলে যাওয়ায় ভালোই হয়েছে দলের। দল আরও বেশি শক্তিশালী হবে এই এলাকায়। তাঁরা বিধায়ক জিতেন্দ্র তেওয়ারি ছবিতে ‘জুতোর মালা’ পড়িয়ে নিজেদের ক্ষোভ প্রকাশ করেন।

সূএ:উত্তরবঙ্গ সংবাদ

 182 total views,  2 views today