নিজস্ব প্রতিনিধি – দীর্ঘ ৬ বছর বন্ধ থাকার পর চালু হলো ‘হিমালায়া অন হুইলস’অর্থাৎ ট্রয় ট্রেন।কার্শিয়ং থেকে মহানদী পর্যন্ত থাকবে এই টয় ট্রেন পরিষেবা। মাত্র ৮ কিলোমিটার রাস্তায় চলবে এই ট্রয় ট্রেন। এই পরিষেবার পোশাকি নাম রেড পাণ্ডা। সপ্তাহের ২ দিন চলবে এই ট্রয় ট্রেন। খুশির হাওয়া যেমন এলাকার মানুষদের তেমনি পর্যটকদেরও। কারণ আবার আঁকাবাঁকা পাহাড়ি পথে টয় ট্রেনের কু ঝিক ঝিকের অপরূপ সুন্দর্য দেখা যাবে। শনিবার দার্জিলিং হিমালয়ন রেলওয়ে কার্শিয়ং থেকে মহানদী পর্যন্ত এই টয় ট্রেন পরিষেবা চালু করল ।
136 total views, 4 views today