নিজস্ব প্রতিনিধি – করোনার দ্বিতীয় ধাক্কা সামলাতে ভারত সফল হয়েছে বলে মন্তব্য করেছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। গুজরাটে ন’টি অক্সিজেন প্লান্টের শিলান্যাস অনুষ্ঠানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এই দাবি করেন । ভারতে দৈনিক সংক্রমণ যখন এখনো দেড় লক্ষের কাছাকাছি। দৈনিক মৃত্যু প্রায় তিন হাজার। প্রায় গোটা ভারত লকডাউনে, করোনাভাইরাস যখন চরিত্র পরিবর্তন করে আরও ঘাতক রূপ নিচ্ছে বলে বিজ্ঞানীরা শঙ্কিত— তখন তড়িঘড়ি অমিতের এই ঘোষণা যুক্তিযুক্ত কি না, সেই প্রশ্ন উঠতে শুরু করেছে। করোনার প্রথম ঢেউয়ের পরেও মহামারি রোখার সাফল্যের প্রচারে নেমে পড়েছিল সরকার। তাছাড়া করোনার প্রথম ঢেউয়ে যেখানে দৈনিক সর্বাধিক সংক্রমণ এক লক্ষের নীচে ছিল, দ্বিতীয় ঢেউয়ে তা পেরিয়েছে চার লক্ষের গণ্ডি। বিশেষজ্ঞদের মতে, এত দ্রুত অমিতের ‘জয়’ ঘোষণায় হিতে বিপরীতের সম্ভাবনা। ধাক্কা খেতে পারে করোনার দ্বিতীয় ঢেউকে বেঁধে ফেলার চেষ্টা।

 162 total views,  2 views today