নিজস্ব প্রতিনিধি – মহামারি করোনা ভাইরাসের সংক্রমণ রোধে লকডাউন শব্দটার সঙ্গে নতুন করে পরিচয় হয়েছে মানুষের। তবে অবস্থাদৃষ্টে মনে হচ্ছে পশ্চিমবঙ্গে য়তো লকডাউন চলছে। আর সে কারণে সেখানকার জেলেরা ইলিশের মৌসুমেও দেখা পাচ্ছেন না ইলিশের। বঙ্গোপসাগর থেকে ট্রলার ঘুরেছে বাঘের চর পর্যন্ত। কিন্তু বিক্ষিপ্ত দু-একটি ছাড়া ইলিশ মেলেনি। কাঁকড়া, চিংড়ি নিয়ে মাছের ট্রলারগুলো ফিরে এসেছে। যদিও পরিস্থিতি সবকিছু অনুকূলেই ছিল। তারপরও কেন ইলিশের দেখা মিলছে না, তার কোনো ব্যাখ্যা কারো কাছে নেই এখনো। উল্লেখ্য, ভরা মৌসুমে ইলিশের এ হাহাকারে ব্যবসা গুটিয়ে নেওয়ার অবস্থা বহু ব্যবসায়ীর। যেহেতু এক-দেড় বছর ঠিকমতো ইলিশ ধরা হয়নি, জেলেদের আশা ছিল নদী-নালাতে উপচে পড়বে সামুদ্রিক ইলিশ। অথচ প্রতিদিনই ইলিশ ধরার ট্রলার গিয়ে ফিরে আসছে প্রায় খালি হাতেই। ইলিশের ট্রলার পশ্চিমবঙ্গের কাকদ্বীপ, ডায়মন্ড হারবার, ফ্রেজারগঞ্জ থেকে কয়েকবার ঘুরে ফিরে এসেছে শূন্য হাতে। একেকবার ট্রলার নিয়ে যাওয়ার খরচ প্রায় ২-৩ লাখ টাকা। ফলে শূন্য হাতে ফিরে আসাটা জেলেদের জন্য বড় ক্ষতির কারণ হচ্ছে।

Loading