নিজস্ব প্রতিনিধি – দিল্লিতে করোনা পরিস্থিতি মোটের ওপর নিয়ন্ত্রণে। এই অবস্থায় সোমবার থেকে আরও এক দফার আনলক পর্ব শুরু হচ্ছে সেখানে। দিল্লি সরকারের নির্দেশ অনুযায়ী, ১০০ শতাংশ যাত্রী নিয়েই চলবে বাস এবং মেট্রো। তবে আসন সংখ্যার অতিরিক্ত যাত্রী নেওয়া যাবে না। গত ৭ জুন থেকে ৫০ শতাংশ যাত্রী নিয়ে মেট্রো পরিষেবা চালু হয়েছিল। ৫০ শতাংশ দর্শক নিয়ে খুলবে সিনেমা হল ও থিয়েটার। কোভিডবিধি মেনে খুলবে স্পা-ও। সংক্রমণ নিম্নগতি হলেও লাগামহীন জীবনযাপন করা যাবে না। এই বিষয়ে সতর্ক করেছে প্রশাসন।

 180 total views,  8 views today