নিজস্ব প্রতিনিধি- দেশজুড়ে প্রতিদিন বাড়ছে করোনা সংক্রমণ। এই পরিস্থিতিতে রাজ্যে সমস্ত সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুল বন্ধের সিদ্ধান্ত নিল শিক্ষা দপ্তর। মঙ্গলবার থেকে রাজ্যের সমস্ত স্কুল বন্ধ থাকবে। এগিয়ে আনা হয়েছে গরমের ছুটি। পড়ুয়াদের পাশাপাশি আসতে হবে না শিক্ষক-শিক্ষিকাদেরও। বেসরকারি স্কুলগুলির ক্ষেত্রেও একই আবেদন জানিয়েছে রাজ্য সরকার। আইএসসি ও সিবিএসই স্কুলগুলি বন্ধ রাখার প্রস্তাব দেওয়া হয়েছে। করোনার জেরে দীর্ঘদিন বন্ধ রয়েছে রাজ্যের স্কুলগুলি। ছাত্র-ছাত্রীদের অনলাইনে পড়াশোনা করানো হচ্ছে। মাত্র ক’দিন আগেই রাজ্য সরকার নবম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ক্লাস শুরু করার অনুমতি দিয়েছিল। এদিন সেই ক্লাসগুলিও বন্ধ করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। প্রসঙ্গত, দেশজুড়ে প্রতিদিন হু হু করে বাড়ছে করোনা সংক্রমণ। করোনা সংক্রমণ রোধে সবরকম চেষ্টা চালাচ্ছে কেন্দ্রীয় এবং রাজ্য সরকার। বেশ কয়েক রাজ্যে ইতিমধ্যে সাপ্তাহিক লকডাউন, নাইট কার্ফিউ জারি হয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২,৭৩,৮১০। মৃত্যু হয়েছে ১,৬১৯ জনের। সুস্থ হয়েছেন ১,৪৪,১৭৮ জন। করোনা অ্যাকটিভ কেস রয়েছে ১,২৮,০১৩। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, দেশে এখনও পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১,৫০,৬১,৯১৯। মৃত্যু হয়েছে ১,৭৮,৭৬৯ জনের। সুস্থ হয়েছেন ১,২৯,৫৩,৮২১ জন। করোনা অ্যাকটিভ কেস রয়েছে ১৯,২৯,৩২৯। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, দেশে করোনা আক্রান্তের সংখ্যার নিরিখে পশ্চিমবঙ্গ রয়েছে অষ্টম স্থানে। রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬,৫৯,৯২৭। মৃত্যু হয়েছে ১০,৫৬৮ জনের। সুস্থ হয়েছেন ৫,৯৯,৭২১ জন। করোনা অ্যাকটিভ কেস রয়েছে ৪৯,৬৩৮।
118 total views, 2 views today