জুলফিকার আলী, মহিষাদল –  আমাদের কাছে কোন জাদুকাঠি নেই, বুলিয়ে দিলেই হবে’স্থানীয় বিধায়ক এর মুখে কঠিন হলোও বাস্তব কথা। ২৬ জুনের মধ্যে নদী বাঁধ সংস্কারের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।  যেখানে আমফান এর পর এক বছর কেটে গেলও এখনও মহিষাদল ব্লকের অমৃতবেড়িয়া গ্রামে রূপণারায়ন নদীর পাড় আমফানের সময় ক্ষতিগ্রস্থ হয়। কোনো রকম বালির বস্তা দিয়ে বাঁধ বাঁধা হয়েছিলো। এক বছর পর আবার ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবেও একই ভাবে ক্ষতিগ্রস্ত হয়ে ঐ এলাকার নদী বাঁধ। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ আমফানের সময় ক্ষতিগ্রস্ত বাঁধ এখনও সেভাবে মেরামত করা হয়নি। ২৬ জুনের মধ্যে তা কোনোদিন সম্ভব নয়।

বাঁধ স্থায়ী বাঁধানো না হওয়ায় সব থেকে খারাপ অবস্থা মহিষাদলের অমৃতবেড়িয়া,মায়াচরের মতো এলাকা। গ্রামের বাসিন্দারা রয়েছে আতঙ্কে, সামনেই অমাবস্যার কোটাল আবারো প্লাবিত হবে তাদের গ্রাম।

Loading