নিজস্ব প্রতিনিধি- দেশে ভয়াবহ আকার ধারণ করছে করোনা। দ্বিতীয় ঢেউয়ে সব রেকর্ড ছাড়িয়ে ক্রমশই মারাত্মক হয়ে উঠছে পরিস্থিতি। এই অবস্থায় দেশের বিভিন্ন প্রান্তে অভাব দেখা গিয়েছে অক্সিজেনের। পাশাপাশি হাসপাতালের বেড, চিকিৎসক, ভেন্টিলেটরের অভাবে মৃত্যু হচ্ছে বহু মানুষের। প্রতিদিন লক্ষ লক্ষ করোনা আক্রান্ত হয়ে গড়ে উঠছে নয়া রেকর্ড। এরই মাঝে অক্সিজেনের ঘাটতি মেটাতে উদ্যোগ নিল ভারতীয় রেল। দেশের বিভিন্ন রাজ্যে পৌঁছবে ‘অক্সিজেন এক্সপ্রেস’। ইতিমধ্যেই তা বাস্তবায়িত করার জন্য তৈরি হয়েছে রুট ম্যাপ। রেলের তরফে জানানো হয়েছে, লিক্যুইড মেডিকেল অক্সিজেন পরিবহনের জন্য ‘রোল অন রোল অফ’ পদ্ধতি ব্যবহার করা হবে। এক্ষেত্রে অক্সিজেনের ট্যাংকার গুলি সড়কপথে এনে রেলের সমান্তরাল ওয়াগানের উপর তোলা হবে। নির্দিষ্টি স্টেশনে পৌঁছনোর পর আবার সেগুলি সড়ক পথের মাধ্যমে হাসপাতালে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হবে।
সূএ:উওরবঙ্গ সংবাদ