নিজস্ব প্রতিনিধি – করোনা পরিস্থিতিতে গত বছরের মতো এবারও ভক্তশূন্যই থাকছে পুরীর রথযাত্রা। কড়া ব্যবস্থা নিচ্ছে ওডিশা প্রশাসন। জারি থাকছে বেশকিছু বিধিনিষেধ। ১২ জুলাই রথযাত্রা। আর তার ঠিক একদিন আগে অর্থাৎ ১১ জুলাই থেকে কার্ফিউ থাকছে পুরীতে। ১১ জুলাই রাত আটটা থেকে ১৩ জুন রাত আটটা পর্যন্ত কার্ফিউ জারি থাকবে। এলাকার সমস্ত পর্যটককে ১০ তারিখের মধ্যে পুরী ছাড়ার অনুরোধ করা হয়েছে। যান চলাচলের ওপরও বিধিনিষেধ থাকছে। বিশেষ প্রয়োজন ছাড়া দোকান খোলা না রাখার নির্দেশ দেওয়া হয়েছে। জানা গিয়েছে, ১২ জুলাই রথযাত্রায় অংশ নেবেন তিন হাজার সেবায়েত ও এক হাজার কর্মী। প্রত্যেকের আরটিপিসিআর পরীক্ষার রিপোর্ট নেগেটিভ ও ভ্যাকসিনেশন সার্টিফিকেট থাকা বাধ্যতামূলক করা হয়েছে। এদিকে করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে কলকাতা ইসকন কর্তৃপক্ষের তরফেও রথযাত্রা উপলক্ষ্যে অভিনব সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবার গাড়িতে চড়ে মাসির বাড়ি যাবেন জগন্নাথ, বলরাম, সুভদ্রা। মুখ্যমন্ত্রীর দেওয়া ভোগ নিবেদন এবং আরতির পর শুরু হবে এই অভিনব রথযাত্রা।

 232 total views,  4 views today