শান্তি রায়চৌধুরী:আশ্চর্য হলেও অবাক হওয়ার কিছু নেই। এবার আর   বিদেশে নয়, দেশেই দেখতে পাওয়া যাবে জাহাজ এলেই উঠে যাবে রেলপথ। যেটা আমরা এতদিন পর্যন্ত  ইউরোপ বা আমেরিকাতে দেখতে অভ্যস্ত ছিলাম সেই ভার্টিক্যাল বা উল্লম্ব লিফট যুক্ত ব্রিজ তা আমরা দেখতে পাবো আগামী বছর তামিলনাড়ুতে। প্রথমবারের মতো এই ব্রিজ তৈরী করছে ভারত। ভারতের তামিলনাড়ুর রামনাথপুরম জেলার মণ্ডপম থেকে ভারত এবং শ্রীলঙ্কার মাঝে অবস্থিত সমুদ্রে ঘেরা রামেশ্বরমের পামবান দ্বীপ পর্যন্ত দীর্ঘ রেলসেতু ‘পামবান সেতু’ নামে পরিচিত।এই সেতুর উদ্বোধন হয়েছিল ১৯১৪ সালে ২৪ ফেব্রুয়ারি।এখন পর্যন্ত  এটিই প্রথম সমুদ্র সেতু, প্রথম দীর্ঘতম সমুদ্র সেতু- একাধিক রেকর্ড রয়েছে এই পামবান সেতুর ঝুলিতে। এ বার আরও এক রেকর্ড গড়তে চলেছে পামবান।

দ্রুত এগিয়ে চলেছে এই সেতু তৈরির কাজ। কাজশেষের পথে। সব ঠিকঠাক থাকলে আগামী বছরের মার্চেই উদ্বোধন হয়ে যাবে ‘ভার্টিক্যাল লিফট’ যুক্ত সেতু!এই সেতু তৈরি করতে আনুমানিক খরচ হবে ২৫০কোটি টাকা।

 108 total views,  8 views today