নিজস্ব প্রতিনিধি – নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টিপাত চলছে। এদিকে, বিক্ষিপ্তভাবে বৃষ্টি হচ্ছে উত্তরবঙ্গের বেশ কিছু জেলায়। উত্তরের বেশ কিছু জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। বৃষ্টি হতে পারে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার ও উত্তর দিনাজপুরে।
আবহাওয়া দপ্তর জানিয়েছে, কলকাতা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান এই জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে বৃহস্পতিবার থেকে আবহাওয়ার উন্নতি হবে বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর।