উঠোনের ঝাউগাছ
কবি –বিমল রাণা (কুরকুট)
গ্ৰাম-+পোস্ট–গোহাল ডাঙ্গা,জেলা-পূর্ব সিংভূম, ঝাড়খণ্ড।
উঠোনে লাগানো ঝাউগাছ টাতে বুলবুলি পাখি করেছে বাসা।
প্রত্যহ উঠি তাদের সাথে ঠিক পাঁচ টায়। ঘুম থেকে উঠে মুখ ধুই ওখানেই। ওদের সাথে খুব জমলো ভালো বাসা।
প্রাতরাশের সময় দু চার দানা ছোলা ও মুগের দিই,
হাত থেকে খেয়ে নিত মহানন্দে।
আল্লাদে আটখানা হয়ে লাফালাফি করতো ডালে ডালে।
আমাদের ছ’জনের অপূর্ব
মেল বন্ধন।
খুশী তে মন ভরে উঠতো আমার।
ভালো বাসা যেখানে গভীর সেখানে স্বর্গ এসে দাঁড়ায়।
দুঃখ কষ্ট সবই যেতাম ভুলে।
নিতাম খোঁজ দুবেলা তাদের।
দেখতো যখন আমায় ওরা সাঁঝের বেলা ঝাউগাছ টি দুলতো জোরে জোরে।
বুলবুলি রাও জুড়ে দিত নাচ সদ্য উড়তে শেখা বাচ্চা দুটির সাথে।
একাকী বসত আমার এই ছোট্টো কুঁড়েঘরে।
নিঃসঙ্গতা ভেঙে দিত ওরা,
আমরা আপোষে বলতাম কত কথা ঝাউগাছ টাও থাকতো সবুজে সবুজে ভরা।
এরাই তো আমার প্রিয় জন খুশী তে মন ভরিয়ে দিত সদা
শুভ রাত্রি জানিয়ে যেতাম শুতে, নিয়ত ডাকতো আবার ভোরে ঠিক পাঁচ টায়।
……………………………………………………………………………………………………