সুখশান্তির ঘরোঠা টোটকা

প্রফেসর ডক্টর কুশল সেন

অধ্যাপক (ফলিত সংখ্যাতত্ত্ব), Astrological Research Institute of Krishnamurti Paddhati (ARIKP)

সদস্য, মার্গদর্শক মন্ডল, ভারতীয় বৈদিক জ্যোতিষ সংস্থানম্‌, বারানসী

e-mail :  kooshoeg@gmail.com

ঋণগ্রস্থ অবস্থা থেকে মুক্তির টোটকা

৭টি মঙ্গলবার রাত ১১টা থেকে ১টার মধ্যে বাড়ীতে হনুমানজীর ফটোতে লাল জবাফুলের মালা পরিয়ে সরিষার তেলের প্রদীপ জ্বালিয়ে ‘হনুমান চালীসা’ ১১টা মঙ্গলবার ১১বার পাঠ করতে হবে। পাঠ করে মেটে সিঁদুর গুলে হনুমানজীকে লাগিয়ে নিজের কপালে লাগাতে হবে। নিবেদনের সময় নিম্নলিখিত মন্ত্রচারণ আবশ্যক। মন্ত্র – ওঁ ঋণ মুক্তেশ্বর মহাদেবায় নমঃ (১১ বার)

পিতৃদোষ থেকে মুক্তি

একটি মাটির টবে ধুতরা গাছ (শিবের প্রতীক) + তুলসী গাছ (শ্রী বিষ্ণুর প্রতীক) লাগিয়ে ; + কাঁচা দুধ + জল + মিশ্রির জল দিয়ে স্নান করালে জাতক-জাতিকা পিতৃদোষ থেকে মুক্তি পায়।

দোকানের কেনাবেচা কমে গেলে

দোকানের সামনে টেবিলের উপরে কাঁচের গ্লাসে পাতিলেবু রাখতে হবে। লেবু পচে গেলে গ্লাসের জল ও লেবু পরিবর্তন করতে হবে।

Loading