পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম বর্ণমালা

প্রফেসর ডক্টর কুশল সেন

Vice Principal

Astrological Research Institute of Krishnamurthi paddhati
Agartala Tripura
Niti Aayog, Govt. of India.

সদস্য, মার্গদর্শক মন্ডল, ভারতীয় বৈদিক জ্যোতিষ সংস্থানম্‌, বারানসী

Prof. Dr. Koosal Sen

e-mail :  kooshoeg@gmail.com

সভ্যতার আদিতম স্তরে যখন ভাষার প্রচলন হয়নি, যখন কোনো বর্ণাক্ষর এর অস্তিত্ব ছিল না তখন কতগুলি সাংকেতিক চিহ্ন বা ভাষার মাধ্যমে মানুষের মধ্যে কথপোকথন হোত এবং তার সিংহভাগ হতো আঙুল বা পাহাড়ের গায় চিত্রাঙ্কণের মাধ্যমে।

প্রত্নতাত্ত্বিক গবেষক ইয়োসেফ গারফিঙ্কেল, জেরুসালেম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক পৃথিবীর প্রাচীনতম বর্ণমালা আবিষ্কার করেছিলেন যা সাতটি শব্দের বন্ধনে তৈরী হয়েছিল। অতীতকালের ক্যানন এবং বর্তমান কালের লাচিশ শহর যা আধুনিক যুগের ইজরায়েল, প্যালেস্টাইন, সিরিয়া ও জর্ডনের সমুদ্রের পাড় বরাবর তুরস্কের দক্ষিণ পর্যন্ত বিস্তৃত ছিল।

ক্যানন অঞ্চল ছিল হিব্রু, বাইবেল অনুসারে দেবতার পবিত্রভূমি। এই অঞ্চলেই মিলেছিল ; একটি চিরুনি যার উপরে খোদাই করা সাতটি শব্দের মানব ইতিহাসের প্রথম বাক্য আবিষ্কৃত হয়েছিল। চিরুনিতে লেখা ছিল একটি প্রতিশ্রুতি ‘ এ চিরুনি দিয়ে চুলের কিংবা দাড়ির উকুন ধ্বংস করা সম্ভব’। শব্দবাক্যটি তাম্রযুগের।

ক্যাননবাসীরা বর্ণমালা ব্যবহার করলেও তা তৈরীর কৃতিত্ব ফেনিসিয়ানদের যারা ছিল একটি জনগোষ্ঠী যা বর্তমান লেবাননের এক চিলতে ভূমিতে বসবাস করত। প্রায় তিন হাজার বছর আগে ফেনিসিয়ানরা প্রথম প্রতীক থেকে বর্ণের উত্তরণ ঘটিয়েছিল যা ২২টি ব্যঞ্জণবর্ণ ব্যবহার করে শুরু হয়েছিল। তৎকালীন গ্রীকরা প্রথম স্বরবর্ণ যুক্ত করে বর্ণমালা সম্পূর্ণ করেছিল।

আবার গিনিস বুক অফ রেকর্ড অনুসারে বলা হয়েছে, প্রচীন উগারীট, বর্তমান সিরিয়ার হাত ধরেই প্রথম বর্ণমালার উন্মেষ ঘটে, আজ থেকে প্রায় ৩৫০০ বছর আগে ৩২টি বর্ণমালার সমারোহে। উগারিট থেকে সেমেটিক ভাষাভাষীর মানুষ এবং পরবর্তীকালে ফেনিসিয়ানদের কাছে বর্ণমালার উত্তরণ ঘটে।

কিন্তু ভাষাদিবসে সমস্ত ভাষাবিদদের কাছে সবচাইতে বড় প্রশ্ন হল শুরুর শুরুটা কোথায় কবে কাদের হাত ধরে হয়েছিল।       

 

 

 

Loading