নিজস্ব প্রতিনিধি –  বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের ভিসিকে ঘিরে অসন্তোষের মধ্যেই নতুন কাণ্ড ঘটলো। ১০০ নম্বরের পরীক্ষায় শিক্ষার্থীরা পেলেন ২০০ নম্বর। বিশ্বভারতীর ওয়েবসাইটে প্রকাশিত এমএডের ফলাফলে এমন কাণ্ডে হতবাক শিক্ষার্থী ও শিক্ষকরা।

আজ মঙ্গলবার সন্ধ্যায় বিশ্বভারতীর নিজস্ব ওয়েবসাইটে বিনয় ভবনের এমএড-এর মেধাতালিকা প্রকাশ হতেই চূড়ান্ত বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। তালিকায় কেউ ১০০-র মধ্যে পেয়েছেন ১৯৮। কেউ আবার পেয়েছেন ১০০-য় ২০০। এই ফল কীভাবে সংশোধন হবে, তা নিয়ে দিনভর ছোটাছুটি করতে থাকেন শিক্ষার্থীরা। তবে বিশ্বভারতীর পক্ষ থেকে এ ব্যাপারে এখনো কোনো মন্তব্য করা হয়

Loading