নিজস্ব প্রতিনিধি- মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ছয়টা থেকে ভবানীপুর কেন্দ্রে ১৪৪ ধারা জারি হয়েছে। কলকাতা পুলিশ কমিশনার সোমেন মিত্রের জারি করা নির্দেশিকায় বলা হয়েছে, বুদের ২০০ মিটারের মধ্যে ৫ জনের বেশি জমায়েত করা যাবে না। সাধারণত ভোটের একদিন আগে ১৪৪ ধারা জারি করা হয় ভবানীপুরের ক্ষেত্রে দুদিন আগে ১৪৪ ধারা জারি করা হয়েছে। সেই সঙ্গে ভবানীপুরের সব বুথে ওয়েব কাস্টিং এর সিদ্ধান্ত নেয়া হয়েছে। তাছাড়া ও সব বুথে থাকবে কেন্দ্রীয় বাহিনী। এদিকে, ভবানীপুর বিধানসভা উপনির্বাচনকে কেন্দ্র করে ২৬ টি অস্থায়ী সিসিটিভি ক্যামেরা বসানোর সিদ্ধান্ত নিয়েছে কলকাতা পুলিশ।