ধৃতিমান বড়ুয়া (বিশেষ প্রতিনিধি) – রাষ্ট্রসঙ্ঘের  মঞ্চে রবীন্দ্রনাথের শরণ নিলেন প্রধানমন্ত্রী। নিজের বক্তব্য শেষ করার আগে, রবীন্দ্রনাথ ঠাকুরের ‘শুভ কর্মপথে করো নির্ভয় গান’ কবিতাটি বাংলায় আবৃত্তি করে শোনান প্রধানমন্ত্রী। এর পর তিনি নিজেই সেটির হিন্দি ব্যাখ্যা করে দেন। তিনি বলেন, ‘গোটা বিশ্বকে সুরক্ষিত ও সুন্দর করে তোলাই আমাদের সকলের লক্ষ্য, আমি এটাই বিশ্বাস করি।’

শনিবার চতুর্থবারের জন্য রাষ্ট্রসংঘের সাধারণ সভার অধিবেশনে বক্তব্য রাখেন নরেন্দ্র মোদি। এদিনের বক্তৃতায় বিভিন্ন পরিসংখ্যান তুলে ধরে কার্যত নিজের সরকারের খতিয়ান তুলে ধরেন তিনি। মোদি বলেন, ‘আমি এমন একটি দেশের প্রতিনিধিত্ব করি যাকে গণতন্ত্রের জননী বলা হয়। আমাদের গণতন্ত্রের হাজার বছরের একটি মহান ঐতিহ্য রয়েছে। বিভিন্নতাই আমাদের দেশের মজবুত গণতন্ত্রের ভিত্তি।’

Loading