কবিতা- তুমি চাইলে বৃষ্টি হবে

কলমে – ✍️: চন্দনা কুন্ডু

বিধাননগর কলকাতা, উল্টডাঙ্গা

 

তুমি  চাইলে কালো মেঘে বজ্রপাত হবে

বিষাদ মুছে সব দুঃখ ধুয়ে যাবে ।

তোমার চোখের পাতায় যদি সোহাগ বৃষ্টি ছোঁয়াই

চোখ হবে ঐ নীল আকাশের মণি ।

রোজ সকালে তোমার সঙ্গী হতে ইচ্ছা করে,

মেঘ হয়ে তুমি , ঝরো কেবল আমার বুক পাহাড়ে ।

এই বাদলে সুখের বৃষ্টি, তৃষ্ণা মেটাবো তোমার   প্রাণে ।

তুমি চাইলে,আবার পাঠিয়ে দেব মিষ্টি রোদ, এই  শ্রাবণে,

ঝরাপাতার প্রেম পত্রের খামে নিবেদন জানাবো।

তুমি থাকলে আমার পাশে  প্রেমাকাশে ধ্রুব তারা হয়ে,

বৃষ্টি ভেজা শরীর জুড়ে, হাসব মিটমিটি তোমায়  মনে করে ।

শ্রাবণধারার মতো বৃষ্টি হব,তোমায় ছুঁয়ে ।

মেঘলা দুপুরে তোমার ভেজা ঠোঁটে করব সমর্পণ।

আষাঢ় শ্রাবণ তোমার সুরে,মানে না যে মন,

ঝরোঝরো বইছে ঝড়ের হাওয়া প্রেম অগুনে মন জ্বলছে তোমাকে মনে পড়েছে।

আজ এই মন মোহনায় বৃষ্টিতে মিশে হব একাকার।

তুমি চাইলে -হাজার তারার সুখ এনে দেবো তোমার হাতে,

তুমি  চাইলে,সব কষ্ট ধুয়ে দেবো  বৃষ্টিতে বুক পেতে।

Loading