কবিতা – সেলাম ছাত্র সমাজ

কলমে- মুজিবর রহমান মল্লিক

 

হে তরুণ বুক পেতে গুলি খাও,

শুধু বাঁচার অধিকার চাও।

স্বৈরতন্ত্রকে  পিছু হটাও,

 তোমরা লড়াইয়ের ময়দানে যাও।

দেশে দেশে তোমাদের রক্তে শাসকের হাত রক্তমাখা,

যৌবনের সংগ্রামী চেতনাকে কোথাও যায়নি রোখা

দুর্বার গতিতে থাকো লড়াইয়ের ময়দানে,

লাঠি গুলি গ্যাস ট্যাঙ্কের সামনে ।

শাসকের রক্ত চক্ষুকে উপেক্ষা করে,

রাস্তায় নেমে করো প্রতিবাদ,

       শাসক নামিয়ে আনে দমন পীড়ন।

শাসকের আক্রমণকে করো প্রতিরোধ,

সংগ্রামী ছাত্র বন্ধু দিকে দিকে গড়ে তোলে ব্যারিকেট  ।

স্বৈরতান্ত্রিক শাসকের মনোভাব আগ্রাসী,

তোমাদের রক্তে ভেজে দেশের মাটি।

মায়ের কোল খালি করে,

   তোমরা করো বলিদান ।

বুকফাটা আর্তনাদ করে তোমাদের আপনজন।

  মায়ের চোখের অশ্রু বহে হয় দুঃখের সাগর,

   শহীদ বন্ধু তোমাকে হারিয়ে অসহায় হয় পরিবার।

   তোমাদের কখনও থাকে না পিছুটান,

সব কিছু অপেক্ষা করে তোমরা বিপ্লবের ময়দানে হও আগুয়ান।

যুগে যুগে তোমরা বিপ্লবের অস্ত্রে দাও শান,

 তোমাদের রক্তে লেখা রয়েছে বিপ্লবের জয় গান।

   তাই  গেয়ে যায় ছাত্র সমাজের জয়গান ,

 সেলাম ছাত্র সমাজ,

   গেয়ে যাই

 তোমাদের বিপ্লব বিজয়ের জয়গান।

Loading