কবিতা – রঙ পেন্সিল
কলমে – কৃষ্ণকলি বেরা
দৈবাৎ যদি দেখা হয়ে যায়
কে কার খবর নেবো?
একটা হাওয়া আমাকে ডাকতে ডাকতে ভেসে যাচ্ছে অচিনপুর,
তাঁকে খুঁজতে খুঁজতে আমিও হারিয়ে যাই দিকশূণ্যপুরে,
কিন্তু পারিনি আমি।
হ্যাঁ যাকেই জিজ্ঞেস করবে
সেইই বলবে শিল্প ভালোবাসি বলে অনর্থক বড়াই করেছি,
এমনকি রঙ পেন্সিলরাও জবাবদিহি চায়—
“কোথা থেকে এলে?
যাবে কোথায়?
রাস্তা চেনো?”
একরাশ বুনো জলজ হাওয়া কেড়ে নিলো পরিণত ঘুমের বাতাবরণ।
কাঁচের টুকড়োর মতন গুড়ো গুড়ো হয়ে ছড়িয়ে গেল সব স্বপ্নেরা।