কবিতা – রথ

✍️ সুচন্দ্রিতা ঘোষাল চক্রবর্তী

চন্দননগর, হুগলি

 

রথের মেলায় প্রভুর লীলা

সঙ্গে কত যে দাসদাসী!!

হ‍্যাঁচকা টানে, দুললো তারা

ভাইবোনের  মুচকি হাসি।

রথের দড়ি, ছোঁবে বোলে

পথের ধারে,বিশাল ভিড়।

পরম পাওয়া পরশ পাথর

বিশ্বাসেতে, নেই ফারাক, চিড়।

ছোট্ট খোকন বায়না করে

রথের মতো রথ যে চাই।

সন্দেশ,মিঠাই থাকবে সাথে

বিকেল হলে পাপড় খাই।

হরেক রঙের মাটির পুতুল

তুলির টানে জ‍্যান্ত গড়ন।

জনের ভিড়ে, হাতটি নেড়ে

প্রণাম জানায়, প্রভুর চরণ।

 

 

Loading