কবিতা – প্রকৃত বন্ধু

কলমে – অসীম মুখার্জী

 

জীবনের প্রকৃত বন্ধুর নাম ই “মৃত্যু”

কেন না মৃত্যুই ……. কক্ষনো…..

প্রতারণা করেনা কোনো

দিন, কারোর সঙ্গেই,……..জীব, জন্তু, প্রাণীদের সকলকে সমান চোখে দেখে…..!

যেদিন জীবের জন্ম হয় সেদিন ই তো মৃত্যুর কাছে চূক্তিপত্রে স্বাক্ষর

করে …. ‌‌…… এই পৃথিবীতে আসতে

হয় সকল কে,যে কবে….. কখন….

তাকে যেতে হবে ইহলোকের……

বাঁধন ছিঁড়ে……..আজ যেতে….. পারছিনা… সামান্য একটু কাজ

বাকি আছে….. আধা ঘন্টা পর যাচ্ছি …… এই ধরণের ছেঁদো যুক্তি

বৃথা… মৃত্যু বড়ো কঠোর !

তার কথায় শেষ কথা!

মুরগি ডিম পাড়ে জাগতিক নিয়মে,

সেই ডিমের ভিতর থেকে মুরগীর বাচ্চার বাইরে বেরিয়ে আসতে চাওয়া তার ধর্ম……. স্বাভাবিক।

ডিমের খোলার সাথে মুরগির বাচ্চার

বাইরে বেরিয়ে আসার লড়াইয়ের

ফলে জয়ী হয় মুরগির বাচ্চা।

মুরগির ডিমকে যদি ধরি ‘থিসিস ‘

তার খোলা থেকে তার ধর্ম মতো

মুরগির বাচ্চাকে আবদ্ধ রাখার

নাম.. এ্যান্টিথিসিস…..আর…….??

মুরগির বাচ্চাটি, ডিমের আবরণ…..

ভেদ করে বেরিয়ে এলো তার ই

নাম হলো “”…সিনথিসিস “”!! কিন্তু

মুরগির বাচ্চা কি জানতো  ? যে তার

পরমায়ু…… টেনে টুনে একবছর …..

…বা… আরও কম ? জানতোনা !!

কিন্তু পৃথিবীতে আসার তাগিদ ই

তার স্বভাব,…. তাইতো ক্ষণ জীবি

না .. দীর্ঘজীবী সকলের মতোই…..

তার ও না জানার ই কথা। কিন্তু

কারোর রেহাই নেই অদৃশ্য মৃত্যুর

হাত থেকে…. সুতরাং মৃত্যুই সকলের

প্রকৃত বন্ধু !!!!!!

জীব জগতের যত জ্বালা যন্ত্রণা দুঃখ কষ্ট হাসি কান্নার… যবনিকা

পাত তথা..??শেষ দৃশ্যের নাম ই

হলো “মৃত্যু” তাই মৃত্যুই সকলের একমাত্র “প্রকৃত বন্ধু “

Loading