ব্যর্থ প্রেম

কলমে – মহুয়া চক্রবর্তী

94/ 53 Meghboti  Apartment. Kol – 55

 

কত ব্যর্থ প্রেম রোজ শহর জুড়ে ভিড় জমায়

কত ব্যর্থ গল্প আবার নতুন করে বাঁচতে শেখায়।

  বন্ধুত্বের নাম দিয়ে কত ভালোবাসা

         রোজ এই শহরে হারায়,

বেশিরভাগ চিঠি হল প্রেমে ব্যর্থ হবার ইতিহাস

  কত ব্যর্থ প্রেমের কবিতা আমার পোড়া হৃদয়ে আবার নতুন করে আগুন জ্বালায়।

   প্রতিদিন দিশেহারা নামহীন লাশ সাজে

          আমার একান্ত জীবাশ্ম আয়না।

আমার কবিতা তোমায় ছুঁয়ে

    কখনো হাসে কখনো কাঁদে আবার কখনো অবহেলায় গুমড়ে মরে।

দিন শেষে আমি স্নান করি অপরাধী ভালোবাসায়

   মধ্যরাতে স্মৃতির কঙ্কাল জড়িয়ে ধরে আমায় ।

তোমার নাম করে নিকোটিনের ধুপ জালি প্রতি রাতে

রাত্রি গভীর হলে চাঁদের বুকে স্নান করে অন্ধকার

        দীপ্তিতে ডুবে থাকি আমি ।

ভাবনায় ভেসে আমার হৃদয় আগন্তুকের অপেক্ষায়।

    এই শহরের বিচ্ছেদেও যে আছে হাজারো পাওনা।

Loading