পৌলমীর দুপুর

✍️ – কলমে: অজয় ভট্টাচার্য

 

ছোট পৌলমী বসে দেখে জানালার ধারে

পাশের বাড়ির কার্নিশে শালিক ঝগড়া করে।

দুষ্টু ফেরিওয়ালা দুপুরে দিয়ে যায় ডাক

রাস্তার ভোলা সব দেখেও  নির্বাক।

কাঠ ফাটা রোদ্দুরে শ্যামলা দিদি

কলস কাঁখে জল নিতে যাচ্ছে দিঘি।

আদুল গায়ে ছোট খোকা হাতে নিয়ে ঘুড়ি

পিছনে মা চলে মাথায়  পোটলা- মুড়ি।

বামুন ঠাকুর চলে নামাবলী গায়

পিছে পিছে যজমান ছাতি হাতে যায়।

মাথার উপর পাখাটি ক্লান্ত বোধ হয়

চৈত্রের রোদে মাটি ফুটিফাটা হয়।

পাশের ঘরে মা শুয়ে মেঝের পরে

মেনি বেড়ালটি বাচ্চা নিয়ে খেলা করে।

আম-জাম-কাঠালেরা বাতাস বিমুখ

একা কাঠঠোকরাটি করে ঠুক ঠুক।

Loading