কবিতা- নেশার কবলে

কলমে – ✍️: করুণা দেবনাথ

 

নেশার ঘোরেতে অনেক ছেলের

            জীবন ধারাই নষ্ট

পিতা মাতা ছেলে মেয়ে চলনেতে

          পায় যে ভীষণ কষ্ট ।।

নেশার ভিতর   যায় ডুবে মন

          ভাবনা কিছুই নাই

দিনরাত চলে এখানে সেখানে

       সম্মানেতে নাই ঠাঁই ।।

বন্ধুরা সব ক্ষণিকের ভালোবাসা

       প্রয়োজন মেপে চলে

আখের ফুরালে আড়ালে সমাজে

     হেসে হেসে কিচ্ছা বলে।।

  নেশার কবলে   ওরাও যে পরে

        ভাবেনি কখনো তারা

কানে কানে কিচ্ছা ওদের ও আছে

          ঘুরে যে সারা পাড়া।।

    তবু অন্ধ নেশায় অবুঝ মন

        বোঝেনা নিজের ঘর

আপন জনকে শত্রু ভেবে করে

            পরম মিত্রই পর।।

অসময়ে  জীবন    মৃত্যুর দ্বারে

       যন্ত্রনায় করে তাড়া

অস্থির জীবনে কামনা বাসনা

       পড়ে অকালেতে মারা।।

সকলে নিজের জীবন বাঁচার

      প্রতিজ্ঞায় বাঁধো মন

ওরে যুবাদল সমাজ গঠনে

          তোরাই পরম ধন।।

Loading