রসিক খুড়ো

কলমে- কাজল দত্ত

বসিরহাট খোলাপোতা, উত্তর 24 পরগনা

 

রসিক খুড়োর তিনটি মেয়ে,

এক সুরে  গান উঠলো গেয়ে

সুপাত্র পেলে করবে বিয়ে।

রয়েছে সেই প্রতিজ্ঞা নিয়ে,

রসিক খুড়ো খুঁজছে ছেলে

বিয়ে দেবে সৎপাত্র পেলে,

ঝালদা থেকে মালদা গেলে

সুচাকুরে তিন পাত্র মেলে,

পাত্র তারা  নয়কো মোটেও মন্দ

দিবানিশি  চলে তাদের দ্বন্দ্ব।

পাত্র তিনটি বেজাই ভালো,

নেইকো তাদের একটুও দোষ,

একটি ভেড়া একটি গরু

একটি  কালো মোষ।

স্বভাব তাদের ভীষণ ভালো

চরিত্রেতে নেইকো  দোষ ।

কাউকে তারা দেখলে পরে,

নাক ফুলিয়ে করে

শুধু ফোঁস ফোঁস ।

এটাই তাদের জন্মগত দোষ।

রশিক খুড়ো বেজায় খুশি

এমন সৎপাত্র পেয়ে,

একে একে আনলো তাদের

বিয়ের বাঁধন দিয়ে,

রসিক খুড়োর  চিন্তা ঘোঁচে

মেয়ে গুলোকে নিয়ে।

সুখে দুখে আছে তারা

এমন পাত্র নিয়ে।

Loading