ভূতের পাঁচালি

কলমে – নীপা চক্রবর্তী

39/A New  parnashree, School  Road, Kolkata -700060

 

ভূতের  মাথায় ভূত  চেপেছে ভূতের  ববার কাজ

ভুতুম সোনা নাচছে এখন  তা থৈ তা থৈ নাচ

ভূতের  মাথার  নেই  তো ঘিলু কর্মদোষে ভূত,

বিলের  মাঝে ঘুরে বেড়ায় ঐ মামদো ভূতের  পুত।

ভূতের  মাসি পত্নী যিনি শুধুই  জারি জুড়ি,

লম্বা ঠ্যাংয়ে যাচ্ছে উড়ে স্কন্ধ কাটা বুড়ি।

ভূতের মেসোর কাণ্ড  দেখ যেন তিনি কানা–

ঝোলাখানা পূর্ণ  হলে ধরেন  উনি গানা।

নেড়া মাথা তিলক টিকা আনন্দে আটখানা,

জল বাতাসে আহারেতে  খেতে উনার  মানা।

মেছো ভূতের  নেই  তো বাসা থাকে  দীঘির ধারে

নিয়ম করে ঘুড়তে আসে ভিক্টোরিয়ার মোড়ে।

সন্ধ্যা বেলায় ভূতের  মেলায় ভূতরা বাজায় ঢোল

নেচে নেচে বলছে তারা

গা হরি হরি বোল,

পা গোল হবার  ইচ্ছা হলে

ভূতের  বাড়ি চল–

জ্যান্ত  ভূতের  দেখা পেলে হরি হরি বলো।।

Loading