সূর্য

কলমে – সুমন চক্রবর্তী

কোচবিহার

 

সূর্য বলল “সবাই শোনো উঠব আমি এবার

সময় হয়েছে এখন আমার ফুল ফুটিয়ে দেবার ।

মেঘকে বলছি সরে দাঁড়াও থেকো না আশপাশে

তোমার জালে বন্দি হলে ফুল কি করে হাসে” !

ভয়ে ভয়ে মেঘ সরলে ফুল উঠল হেসে

পাখিরা সব বাসা ছেড়ে উঠল পাখায় ভেসে ।

ফুল বলল ” শোন না মেয়ে স্কুলে যাচ্ছিস বুঝি

সারাটাদিন পাই না দেখা কোনখানে বল খুঁজি ?

স্কুলে তোর ফুল রয়েছে আমার মতো ফুটে

ইচ্ছে করে দেখতে তাদের মন যেতে চায় ছুটে ।

তোদের মতো মন পাই নি বলেই বসে থাকি

তোদের মতো আমরাও তো বাঁচার স্বপ্ন আঁকি”।

শনশনশন বাতাস এসে বলল ফুলের কানে

“সারাটাদিন ঘুরে বেড়াই সূর্য সেটা জানে ।

আমার রকম দু’প্রকারের ঠাণ্ডা এবং গরম

সূর্য আমায় উষ্ণ করলে ভীষণ লাগে শরম ।

আমি লজ্জায় পালিয়ে গেলে ঠাণ্ডা বায়ু আসে

ওঠাপড়ার জীবনধারা সমাজ ভালোবাসে”।

সন্ধে হতেই চাঁদ বলল”আমারও কাজ আছে

আমার আলোয় কতরকম প্রাণীর জীবন বাঁচে ।

কত রকম ফুল যে ফোটে হেসে আমার আলোয়

সূর্য উঠলে ওসব ফুলের মন থাকে না ভালোয়” ।

এসব শুনে আড়াল থেকে বৃষ্টি বলল “ওরে

সূর্য আছে বলেই সবার জীবন ওঠে গড়ে” ।

Loading