নিজস্ব প্রতিনিধি –  বুধবারের তুলনায় বৃহস্পতিবার ফের বাড়ল দেশের দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা। তবে গতকালের তুলনায় কিছুটা কমেছে মৃতের সংখ্যা। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্টে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ২৩ হাজার ৫২৯ জন। মৃত্যু হয়েছে ৩১১ জনের। সুস্থ হয়ে উঠেছেন ২৮ হাজার ৭১৮ জন। করোনা অ্যাকটিভ কেস রয়েছে ৫ হাজার ৫০০ জন। বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, দেশে এখনও পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৩ কোটি ৩৭ লক্ষ ৩৯ হাজার ৯৮০ জন। সুস্থ হয়ে উঠেছেন ৩ কোটি ৩০ লক্ষ ১৪ হাজার ৮৯৮ জন। মৃত্যু হয়েছে ৪ লক্ষ ৪৮ হাজার ০৬২ জনের।

Loading