নিজস্ব প্রতিনিধি – মার্চ মাসে ১১ দিন বন্ধ থাকবে ব্যাংক। এই ১১ দিনের মধ্যে রয়েছে চারটি রবিবার এবং দ্বিতীয় ও চতুর্থ শনিবার। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার ক্যালেন্ডার অনুযায়ী, রাজ্যভিত্তিক ছুটির কারণে সংশ্লিষ্ট রাজ্যে ব্যাংক বন্ধ থাকবে। ৫, ১১, ২২, ২৯ এবং ৩০ মার্চ ব্যাংক বন্ধ থাকছে। তাই এই দিনগুলি মাথায় রেখে ব্যাংক আসার পরিকল্পনা করতে হবে।

তবে ব্যাংকের শাখাগুলি বন্ধ থাকলেও, মোবাইল ও ইন্টারনেট ব্যাংকিং পরিষেবা অব্যাহত থাকবে। অনলাইন লেনদেনের ক্ষেত্রেও কোনও সমস্যা হবে না। তারইমধ্যে ব্যাংক ধর্মঘটের কারণে ১৫ এবং ১৬ মার্চ দেশজুড়ে পরিষেবা ব্যাহত হতে পারে। রাষ্ট্রায়ত্ত ব্যাংকের বিলগ্নিকরণের বিরোধিতায় আগামী ১৫ মার্চ থেকে দেশজুড়ে দু’দিনের ব্যাংক ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। তাতে শামিল হতে চলেছে একাধিক ব্যাংকের কর্মী ইউনিয়ন।

Loading