নিজস্ব প্রতিনিধি – **৬৮ নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের টিকিটে এবার প্রার্থী হয়েছেন প্রয়াত সুব্রত মুখোপাধ্যায়ের বোন তনিমা চট্টোপাধ্যায় ।
তিনি বলেন, খবর পাওয়া মাত্রই মনে হয়েছে, দাদার আশীর্বাদেই এমন হয়েছে। দাদার আশীর্বাদ না থাকলে এটা হত না।
**কেন্দ্রীয় কৃষিমন্ত্রী বলেন, সংসদে শীতকালীন অধিবেশন শুরুর প্রথম দিনেই তিন কৃষি আইন প্রত্যাাহারের বিল উপস্থাপনা করা হবে। তাছাড়া তিন কৃষি আইন প্রত্যাহারের ঘোষণার পর আর কৃষকদের বিক্ষোভ চালিয়ে যাওয়ার কোনও মানে হয় না। কৃষকদের কাছে আবেদন জানাচ্ছি, আপনারা বিক্ষোভ শেষ করে বাড়ি ফিরে যান।”
**এখনও খারাপ পরিস্থিতি দিল্লির বাতাসের। বায়ু মানের পূর্বাভাস সংস্থা সিস্টেম অব এয়ার কোয়ালিটি এন্ড ওয়েদার ফরকাস্টিং এন্ড রিসার্চ বা SAFAR জানিয়েছে ৩৮৬ নম্বরে দাঁড়িয়ে বায়ু মানের সূচক । পিএম ২.৫ অনুযায়ী সকাল সাড়ে ৭টায় বায়ুমানের সূচক ছিল ৩৮৬ নম্বরে।
**বিজ্ঞপ্তিতে কাউন্সিল ফর দ্য সার্টিফিকেট এক্সামিনেশন বা CISCE-র পক্ষ থেকে জানানো হয়েছে, ISC-র ওই পরীক্ষা হবে আগামী ১২ ডিসেম্বর দুপুর ২টোয়।
**নতুন প্রজাতি নিয়ে ফের আশঙ্কার মেঘ। এই পরিস্থিতিতে দেশে কোভিড সংক্রমণ ও টিকাকরণ নিয়ে উচ্চ পদস্থ সরকারি আধিকারীকদের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী ।
এই বৈঠকে ছিলেন ক্যাবিনেট সচিব, প্রধান সচিব, কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব, নিতি আয়োগের সদস্য ভি কে পালসহ উচ্চ পদস্থ আধিকারীকরা।
*এবার বেসরকারি ট্যুর অপারেটরদের কোচ বা ট্রেন ভাড়া দেবে রেল। কত হবে যাত্রীদের ভাড়া? তা ঠিক করবে বেসরকারি সংস্থাই। রেলের দাবি, সঠিক সময়ে চলবে এই বিশেষ ট্রেন এবং সেই সঙ্গে বাড়বে রেলের আয়।
*সুন্দরবনের বাঘের সংখ্যা জানতে ৫ ডিসেম্বর শুরু হবে ক্যামেরা ট্রাপিং। তারজন্য তৈরি করা হচ্ছে বিশেষ টিম। আর এই কাজের জন্য প্রশিক্ষণ দেওয়া হল বনকর্মীদের।
*৩০ নভেম্বরের মধ্যে রাজ্যের সমস্ত হিমঘর থেকে বের করে নিতে হবে মজুত রাখা আলু। খোলা বাজারে আলুর দাম নিয়ন্ত্রণে রাখতে রাজ্য সরকারের নির্দেশে এমনিতেই মাথায় হাত পড়েছিল কৃষকদের। এবার ১ ডিসেম্বর থেকে আলু সংরক্ষণে অতিরিক্ত ভাড়া দিতে হবে, বিজ্ঞপ্তি দিল বাঁকুড়ার হিমঘর কর্তৃপক্ষ।